নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ গোপন খবরের ভিত্তিতে রবিবার রাজধানীর রামনগর ও বটতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মজুত মদ সহ দুই মদ বিক্রেতাকে আটক করলো পুলিশ৷ আটক করা মোদের বাজার মূল্য ৪৫ হাজার টাকা৷
এদিন প্রথম অভিযানটি চালানো হয় রামনগর চার নম্বর রোড এলাকায়৷ সেখানে অবৈধ মত বিক্রেতা পান্না চৌহানকে আটক করে বটতলা ফাঁড়ি পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার হয় অবৈধভাবে মজুদ করা ৪২ টি মদের বোতল৷ অপরদিকে বটতলা এলাকায় টমটম থেকে উদ্ধার হয় ৫৯ অবৈধভাবে পাচার হওয়া মোদের বোতল৷ এই ঘটনায় টমটম সহ আটক করা হয় চালক চন্দন করকে৷ তার বাড়ি রেশনবাগান এলাকায়৷ অবৈধ মত বোঝাই করে রসুন বাগান এলাকায় মসজিদের জন্য নিয়ে যাচ্ছিল এই মত বিক্রেতা৷ পশ্চিম থানার পুলিশ আধিকারিক জানান ধারাবাহিকভাবে শহর জুড়ে অবৈধ মদের মজুত ও বিক্রির উপর অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷
2022-12-05

