BRAKING NEWS

গ্যাংস্টার গোল্ডি ব্রারকে গ্রেফতারের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা সিধু মুসেওয়ালার বাবা-র

চণ্ডীগড়, ১ ডিসেম্বর (হি.স.) : গ্যাংস্টার গোল্ডি ব্রারকে গ্রেফতারকারী ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ২ কোটি টাকা পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালার বাবা। সিধু মুসেওয়ালার বাবা বলকাউর সিং পঞ্জাব পুলিশের তদন্তে অসন্তুষ্ট।

একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার অমৃতসরে পৌঁছেছিলেন বলকাউর সিং। বলকাউর সিং বলেন, পঞ্জাব সরকার সিধু মুসেওয়ালার কাছ থেকে ২ কোটি টাকা কর আদায় করে রেখেছে। মৃত্যুর পরও সরকারের কাছে ২ কোটি টাকা ট্যাক্স যাচ্ছে। যে ব্যক্তি অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে গ্রেফতার করবে, তার জন্য সরকারের উচিত ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করা। আম আদমি পার্টির কাছে টাকা না থাকলে তিনি এই টাকা দেবেন। এজন্য তাদের জমি বিক্রি করতে হলেও, তিনি রাজি রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *