এন্ট্রি ৫ ডিসেম্বরের মধ্যে
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর।।
মহাত্মা গান্ধী প্লে সেন্টার এবং এম এম ডি প্লে ফোরামের যৌথ উদ্যোগে ৫ম মনোমোহন দাস স্মৃতি ওপেন প্রাইজ মানি ভলিবল টুর্নামেন্ট আগামী ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাত্মা গান্ধী হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে। ইতিমধ্যে গত ২৭ নভেম্বর এই ভলিবলকে কেন্দ্র করে একটা ক্রশকান্ট্রি দৌড় ৫ কিলোমিটার ও ৩ কিলোমিটার, পুরুষ ও মহিলাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রাইজমানি ভলিবল টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি পর্ব চলছে জোরকদমে। রাজ্যব্যাপি ভলিবল অনুগামীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেক ভলিবল টিম, ক্লাব ও সংস্থা এন্ট্রি নিয়েছে তৎসত্ত্বেও এন্ট্রির সময় সীমা ৫ই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এখনও যাঁরা এন্ট্রি নেয়নি তাঁদের ৫ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি টুর্নামেন্ট কমিটির পক্ষে ভবতোষ দাস অনুরোধ জানিয়েছেন।

