সুরাট, ১ ডিসেম্বর (হি.স.): মোদী ম্যাজিক সবসময় ও সর্বত্র কাজ করে। মন্তব্য করলেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল। বৃহস্পতিবার ভোট দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি আর পাটিল বলেছেন, “মোদী ম্যাজিক সবসময় ও সর্বত্র কাজ করে। তিনি মানুষের হৃদয়ে আছেন। মানুষ তাঁকে বিশ্বাস করে এবং সে মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম।”
এদিন সুরাটের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন গুজরাট বিজেপির রাজ্য সভাপতি সি আর পাটিল। কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রীকে যাঁরা ‘আওকাত’ নিয়ে বলেছিলেন, তাঁরা নিজেদের ‘আওকাত’ সম্পর্কে জানতে পারবেন।