জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের গোপন ডেরার হদিস, মিলল বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

পুঞ্চ, ৩০ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গিদের গোপন ডেরার হদিস পেল সুরক্ষা বাহিনী। পুঞ্চ জেলার সুরানকোটের এলাকার নাবানা এলাকার ঘটনা। জঙ্গিদের গোপন ডেরা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার পুঞ্চ জেলার সুরানকোটের এলাকার নাবানা এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে দু”টি একে রাইফেল, ৭টি একে ম্যাগাজিন, খালি ম্যাগাজিন-সহ একটি পিস্তল, ৫টি চিনা গ্রেনেড উদ্ধার হয়েছে। এছাড়াও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার হয়েছে।