নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): প্রসূতি মৃত্যু হারে উল্লেখযোগ্য হ্রাস হয়েছে ভারতে। এক্ষেত্রে সহায়তা করেছে ভারত সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা উদ্যোগ। বুধবার টুইট করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
এদিন তিনি জানিয়েছেন, ২০১৪-১৬ সালে প্রসূতি মৃত্যু হার প্রতি লক্ষে ১৩০ জন ছিল, ২০১৮-২০ সালে প্রতি লক্ষ জন্মে ৯৭-এ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
টুইট করে তিনি আরও জানান, গুণমানসম্পন্ন মাতৃত্ব ও প্রজনন পরিচর্যা নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবা উদ্যোগ মাতৃমৃত্যু হার কমাতে ব্যাপকভাবে সাহায্য করেছে।

