ক্রিকেট আম্পায়ারদের বেসিক কোর্সে ব্যাপক সাড়া, পরীক্ষা ২রা ডিসেম্বর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ক্রিকেট আম্পায়ারদের নিয়ে বৃহৎ আয়তনের এক বেসিক কোর্স শুরু হয়েছে। ক্রিকেটের নিয়ম-কানুন নিয়ে কোর্স, প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্ব চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। ২ ডিসেম্বরে পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। আগরতলা, শান্তিরবাজার এবং কৈলাশহরে এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স কাম এক্সামিনেশন- এর ব্যবস্থাপনা একযোগে শুরু হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে এটি একটি দারুণ আয়োজন। বিসিসিআই-এর তিনজন সিনিয়র আম্পায়ার এডুকেটর এসেছেন এবং এই বেসিক লেভেল আম্পায়ারিং কোর্স-এ আলোচনায় অংশ নিয়েছেন। তারা হলেন মুম্বাইয়ের মদন মোহন আর সিং, নাগপুরের ভূপিন্দর সিং ভাট্টি ও কলকাতার ফ্র্যান্সিস গোমস। বেসিক লেবেল আম্পায়ারিং কোর্স এর মাধ্যমে আম্পায়ারদের পরীক্ষা নেওয়ারও ব্যবস্থা করা হচ্ছে এবং ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড দেওয়ার ব্যবস্থা করা  হবে। ইতিমধ্যে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের রেজিস্ট্রিকৃত ১০১ জন আম্পায়ারের মধ্যে আজ প্রথম দিনে ৭৩ জন আম্পায়ার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন। আশা করা হচ্ছে আগামীকাল আরও বেশ কয়েকজন আম্পায়ার এতে যোগ দেবেন। টিসিএ-র সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।