দেরাদুন, ২৮ নভেম্বর (হি.স.) : নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পিষে দিল তিন বাইক আরোহীকে ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ সোমবার দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের চন্দ্রমণি এলাকায় ৷ অভিযোগ, স্থানীয় প্যাটেল নগর থানার পুলিশ দুর্ঘটনার অনেক পরে সেখানে পৌঁছায় ৷ এই ঘটনার পর সেখানে গাড়ির লম্বা লাইন পড়ে যায় ৷
যদিও পুলিশের দাবি, ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্য়েই তারা সেখানে হাজির হয় ৷ শুরু করে উদ্ধার কাজ ৷ পুলিশ জানিয়েছে, ট্রাকটি রাস্তার পাশের একটি দোকানেও ঢুকে যায় ৷ ওই দোকানের মালিকও ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন ৷ প্রথমে সকলকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ পরে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
বাকিরা এখনও চিকিৎসাধীন ৷ তবে তাঁদের অবস্থায় আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্রেক ফেল হওয়ার জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে।

