এই নিয়ে টানা সপ্তমবার, ধানকুটা থেকে ফের জয়ী শের বাহাদুর দেউবা

কাঠমাণ্ডু, ২৩ নভেম্বর (হি.স.): এই নিয়ে টানা সপ্তমবার, ধানকুটা জেলা থেকে ফের জয়লাভ করেছেন নেপালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা। ২৫ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন শের বাহাদুর দেউবা, পরাজিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী সাগর ধাকাল। সাগর পেয়েছেন ১৩,০৪২টি ভোট।

নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা টানা সপ্তমবারের জন্য পশ্চিম নেপালের দাদেলধুরা আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। ৭৭ বছর বয়সী দেউবা নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাগর ধাকালের বিপরীতে ২৫,৫৩৪টি ভোট পেয়েছেন। দেউবা তাঁর পাঁচ দশকের রাজনৈতিক জীবনে কখনও কোনও সংসদ নির্বাচনে হারেননি।