কলকাতা, ২২ নভেম্বর (হি.স.): কলকাতায় এসে পৌঁছলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন প্রাক্তন আইএএস সি ভি আনন্দ বোস। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্যের ডিজিপি। উষ্ণ অভ্যর্থনা জানানো হয় নতুন রাজ্যপালকে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপালের বিমান অবতরণ করে। তার পরেই তিনি বিমানবন্দর থেকে গাড়িতে রওনা হন। তবে তাঁর গন্তব্য রাজভবন কি না তা জানা যায়নি। সূত্রের খবর, বুধবারই বাংলার নতুন এবং স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেবেন আনন্দ। তাঁকে শপথ বাক্য পাঠ করানোর কথা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের।