নাগাল্যান্ডের মন জেলা কারাগার থেকে ফেরার নয় কয়েদিরপলাতকদের সন্ধানে জোরদার অভিযান চালিযেছে পুলিশ

কোহিমা (অসম), ২০ নভেম্বর (হি.স.) : নাগাল্যান্ডের মন জেলা কারাগার থেকে পালিয়ে গেছে নয়জন কয়েদি। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ফেরার নয় কয়েদিরা যথাক্রমে পনফে কন্যাক, টাইওয়ান কন্যাক, মানফা কন্যাক, তামওয়াং কন্যাক, আমপুং কন্যাক, ঠাওউ কন্যাক, বংজেল কন্যাক, তিয়নেল কন্যাক এবং ইয়াংঘাট। কারাগার থেকে এক সঙ্গে নয় কয়েদির পলায়নের ঘটনায় তাদের খুঁজে বের করতে কালোঘাম ছুটছে পুলিশের।
আজ রবিবার রাজ্য পুলিশ সদর দফতরের জনৈক শীর্ষ আধিকারিক এই খবর দিয়ে জানান, পলাতকদের মধ্যে সাতজন বিচারাধীন কয়েদি এবং দুজন হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ছিল। তিনি জানান, ঘটনা মূলত গত গতকাল ১৯ নভেম্বর ভোরের দিকে সংগঠিত হয়েছে। এর আগের দিন ১৮ নভম্বর কোনওভাবে তারা সেলের চাবি নিজেদের জিম্মায় নিয়েছিল। পরেরদিন গতকাল সুযোগ বুঝে ঘন কুয়াশা এবং অন্ধকারের সুযোগ নিয়ে এরা পালিয়েছে।
তিনি জানান, গোটা মন জেলার সব থানা এবং চতুর্সীমায় নিয়োজিত পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে ঘটনা সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদি এবং আসামিদের বিষয়ে কোনও তথ্য থাকলে সঙ্গে সঙ্গে পুলিশের সাথে যোগাযোগ করতে জেলার সব গ্রাম পরিষদকে বলা হয়েছে, জানিয়েছেন শীর্ষ পুলিশ অফিসার। ইতিমধ্যে পলাতকদের ফটোও গোটা জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে।
আধিকারিক জানান, পলাতকদের মধ্যে সাতজন বিচারাধীন কয়েদি এবং দুজন হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ছিল। তিনি জানান, ঘটনা মূলত গত ১৮ নভেম্বর ভোরের দিকে সংগঠিত হয়েছে। তারা কোনওভাবে সেলের চাবিটি নিজেদের জিম্মায় নিয়েছিল।
এদিকে এক সঙ্গে এতজন কয়েদির পলায়নের সঙ্গে কারাগারে নিয়োজিত কর্মীদের কোনও গাফিলতি আছে কিনা, ইতিমধ্যে সে সম্পর্কে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের বিশেষ শাখা। এ ব্যাপারে মন থানায় একটি মামলা দায়ের করে পলাতকদের সন্ধানে জোরদার অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *