রাজ্য ক্রিকেট ইতিহাসে রেকর্ড রান

চাম্পামুরার ৫৮৫/২, শিউলি

সুপ্রিয়ার অপরাজিত দ্বিশতরান

চাম্পামুরা: ৫৮৫/২ (৫০ ওভার)

আগরতলা সি.সি: ৬৭/১০ (৩৪.২ ওভার) 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড। ত্রিপুরার মাটিতে ক্রিকেট আঙ্গিনায় যে-কোনও ফরম্যাটের ক্রিকেট আসরে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে চাম্পামুড়া ক্রিকেট দলের মেয়েরা। তার মধ্যে দুই জন ক্রিকেটারের অপরাজিত ডাবল সেঞ্চুরির রেকর্ডও উল্লেখযোগ্য। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সদর সিনিয়র মহিলা আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ থেকে। উদ্বোধনী দিনে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডের খেলায় চাম্পামুরা ক্রিকেট দল ৫১৮ রানের বিশাল ব্যবধানে আগরতলা কোচিং সেন্টারকে পরাজিত করেছে। এত বড় রানের ব্যবধানে জয়ী হওয়ার বিষয়টাও রাজ্য ক্রিকেট আঙিনায় নয়া রেকর্ড। সকাল পৌনে নয় টায় ম্যাচ শুরুতে টস জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে চাম্পামুরা ক্রিকেট দল ২ উইকেট হারিয়ে ৫৮৫ রানের রেকর্ড পরিমাণ স্কোর সংগ্রহ করে। দলের পক্ষে শিউলি চক্রবর্তী সেকেন্ড ডাউনে নেমে ১১০ বল খেলে ৩৭ টি বাউন্ডারি এবং চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ২২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনার সুপ্রিয়া দাসও ১৫২ বল খেলে ৩৬ টি বাউন্ডারি মেরে ২১৫ রানে অপরাজিত থাকেন। গিয়া মন্ডল আউট হয়েছেন ব্যক্তিগত ৪৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে আগরতলা কোচিং সেন্টার ৩৪ ওভার ২ বল খেলে ৬৭ রানে ইনিংস গুটিয়ে নেয়। চাম্পামুরা ক্রিকেট দলের অধিনায়িকা শিউলি চক্রবর্তী বোলিংয়েও দুর্দান্ত সাফল্য পেয়েছে, ১৬ রানের বিনিময়ে ছটি উইকেট তুলে নিয়ে। এছাড়া প্রিয়া ত্রিপুরা পেয়েছে তিনটি উইকেট চার রান দিয়ে। উল্লেখ্য, ম্যাচের সেরার স্বীকৃতিও পেয়েছে দলনেত্রী শিউলি চক্রবর্তী।