বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে করিমগঞ্জের বিদ্যালয়গুলিতে রচনা লেখা অনুষ্ঠিত, রবিবার সমাজসেবা দিবস

করিমগঞ্জ (অসম), ১৯ নভেম্বর (হি.স) : বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে করিমগঞ্জ জেলায় সপ্তাহ ব্যাপী কার্যসূচির অধীনে শনিবার প্রতিটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে লাচিত বরফুকনের জীবনবৃত্তান্ত নিয়ে রচনা লেখা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আগামীকাল ২০ নভেম্বর রবিবারকে সমাজসেবা দিবস হিসেবে উদযাপন করা হবে।

এই উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে রক্তদান শিবির, স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ কার্যসূচি ইত্যাদি অনুষ্ঠিত হবে। এদিকে ২১ নভেম্বর সোমবার সকাল ১১-টায় করিমগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে জেলা পর্যায়ে অঙ্কন প্রতিযোগিতা এবং বেলা ১-টায় শহরের সরস্বতী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লাচিত বরফুকনের জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ২২ নভেম্বর মঙ্গলবার করিমগঞ্জের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে সকাল ১১টায় ছাত্রছাত্রীদের মধ্যে আকস্মিক বক্তৃতা ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

২৩ নভেম্বর বুধবার সকাল ৯-টায় করিমগঞ্জের জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত যাবে। ওইদিন নীলমণি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল সাড়ে ১০টায় ২৩ এবং ২৪ নভেম্বর, দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তার পর অনুষ্ঠিত হবে বিভিন্ন খেলাধুলা, সকাল সাড়ে ১১টায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৫-টায় এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করবেন।
অনুরূপভাবে ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় ওই একই মঞ্চে বিভিন্ন সম্প্রদায় ও জনজাতির পারম্পরিক সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সপ্তাহব্যাপী কার্যসূচির সমাপ্তি অনুষ্ঠান এবং নয়াদিল্লিতে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠেয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করে প্রদর্শন করা হবে। করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে জেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করা হয়েছে।