নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর৷৷ বাইক কিনে বিপাকে এক গ্রাহক৷ দীর্ঘ দিন অতিক্রান্ত হলেই প্রতিশ্রুতি মোতাবেক বাইকের রেজিস্ট্রেশন করে দেয়নি বিক্রেতা৷ এই অবস্থায় নাম্বারবিহীন বাইক নিয়ে রাস্তায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে৷ কৈলাশহর গোলকপুর চা বাগানের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ মহন্তী কৈলাশহর সিনহা মোটরস থেকে হিরো কোম্পানির একটি বাইক কেনেন৷ বাইকটি ছিল বি এস ৪ ইঞ্জিন৷ কেনার পর শোরুম কর্তৃপক্ষ জানায় এক মাসের মধ্যেই বাইকের নাম্বার এবং রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ কিন্তু আশ্চর্যজনকভাবে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরও বাইক মালিক তার রেজিস্ট্রেশন হাতে পাননি৷ কয়েকবার শোরুম কর্তৃপক্ষের দ্বারস্থ হলে তারা কিছুদিনের মধ্যে হয়ে যাবে বলে আশ্বাস দিতে থাকেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷ বাইকটি মাসিক কিস্তিতে ক্রয় করলেও কিস্তি পরিশোধ করার পরও আজ পর্যন্ত বাইকের রেজিস্ট্রেশন হাতে আসেনি৷ যার দরুন বিপাকে পড়েছেন গ্রাহক এনিয়ে শোরুম কর্তৃপক্ষের দারস্থ হন৷ তিনি বলেন বাইক রেখে দিতে অথবা রেজিস্ট্রেশন করে দিতে৷ অভিযোগ কর্তৃপক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে বাইকটি দিয়ে যেতে বলে৷ রাগান্বিত হয়ে কৃষ্ণ মহন্তি বেরিয়ে যান৷ এধরনের হয়রানির কারণে ন্যায়বিচারের দাবিতে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হবেন বলে তিনি জানান৷ নাম্বার বিহীন বাইক নিয়ে রাস্তায় চলাচল করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে৷ তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷
2022-11-19

