সপ্তাহের শেষে পতনের সঙ্গে বন্ধ হল শেয়ার বাজার

মুম্বই, ১৮ নভেম্বর (হি. স.) : শুক্রবার সপ্তাহের শেষে পতনের সঙ্গে বন্ধ হল শেয়ার বাজার । এদিন সকালের দিকে বাজারে কেনা-বেচা ভালোই ছিল। কিন্তু পরে প্রফিট বুকিংয়ের কারণে বাজার অনেকটাই নিচে নেমে যায়। নিম্নস্তর থেকে বাজার কিছুটা পুনরুদ্ধার হলেও শেষ রক্ষা হয়নি। শেষপর্যন্ত লালে বন্ধ হয়েছে স্টক মার্কেট।

এদিনও ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৮৭ পয়েন্ট কমে ৬১,৬৬৩ এ ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৩৬ পয়েন্ট কমে ১৮,৩০৭-তে বন্ধ হয়েছে। এদিন মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকও কমেছে। নিফটির ৫০টি স্টকের মধ্যে, ১৪টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে ৩৬টি স্টক পতনের সঙ্গে বন্ধ হয়েছে৷ অন্যদিকে, সেনসেক্সের ৩০টি শেয়ারের মধ্যে ১০টি শেয়ার বৃদ্ধির সঙ্গে ও ২০টি শেয়ার পতনের সঙ্গে বন্ধ হয়েছে। এদিন বাজারে মোট ৩৬২৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১৪৪৩টি বৃদ্ধির সঙ্গে ও ২০৫৪টি পতনের সঙ্গে বন্ধ হয়েছে। বাজারে মার্কেট ক্যাপ এদিন ২৮২.৩২ লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *