রায়গঞ্জ,১৭ নভেম্বর (হি. স.): অবশেষে ভার্চুয়ালি উদ্বোধন হল ডালখোলা বাইপাসের। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় রায়গঞ্জ ব্লকের পানিশালায় নির্মীয়মাণ টোলপ্লাজার পাশের ফাঁকা জায়গায় ভার্চুয়ালি বাইপাসের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। মঞ্চে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার সহ অন্যান্যরা।
এদিন নীতিন গডকরির নিজে উপস্থিত থেকে বাইপাস উদ্বোধনের কথা ছিল। তার আগে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির থেকে সেবকের ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি রাস্তার শিলান্যাস করার কথা ছিল তাঁর। দার্জিলিং মোড় সংলগ্ন দাগাপুর মাঠে সেই অনুষ্ঠান চলাকালীন নীতিন গডকরি অসুস্থ হয়ে পড়েন। হঠাৎ করে সুগার ফল করার কারণেই অসুস্থ হন বলে খবর। তাই এদিন তিনি রায়গঞ্জের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
যদিও সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন, নীতিন গডকরির হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণেই তিনি আসতে পারেননি বলে তাঁর কাছে খবর। তবে এদিন নীতিন গডকরির পাশাপাশি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এক ঝাঁক বিজেপি নেতার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তাদের কেউই আসেননি। শুভেন্দু অধিকারীর না থাকার প্রসঙ্গে সাংসদ দেবশ্রী বলেন, ‘আজ হলদিয়ায় বড় সাংগঠনিক বৈঠক রয়েছে। রাজ্যে দলের পর্যবেক্ষক ওই বৈঠকে থাকবেন। শুভেন্দু অধিকারীও সেই বৈঠকে থাকবেন।‘ দলীয় কর্মী থেকে সাধারণ মানুষ সকলেই ডালখোলা বাইপাস তৈরি হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত।‘