ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। চলতি বছরের ক্রিকেট মরসুম শুরু হয়েছে। চলবে ২০২৩-এর ৩১ আগস্ট পর্যন্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনুমোদিত কোচিং সেন্টার ও প্লে সেন্টার এবং মহিলা ক্রিকেট ক্লাব কর্মকর্তাদের নিয়ে আজ, বুধবার টিসিএর উপদেষ্টা টুর্নামেন্ট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টিসিএ-র কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের ক্রিকেট নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সদর সিনিয়র ইন্টার ক্লাব দলবদল ১ ডিসেম্বর থেকে শুরু হবে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় ক্রিকেটে যে সমস্ত খেলোয়াররা রয়েছেন তাঁরা আসার তিনদিনের মধ্যে দল বদলে অংশ নিতে পারবেন। অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের রেজিস্ট্রেশন কার্যক্রম ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। খুদে ক্রিকেটারদের অর্থাৎ অনূর্ধ্ব ১৩ ক্রিকেটারদের টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী স্কুল দলকে কর্তৃপক্ষের মাধ্যমে ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে খেলায় আগ্রহের কথা জানিয়ে টিসিএ-তে এন্ট্রি নিতে আহ্বান জানানো হয়েছে। সদর আন্তঃ স্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্ট ৪০ ওভারের প্রতিযোগিতায় আগ্রহী স্কুল দলগুলোকেও ১৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি নিতে জানানো হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত ঐতিহ্যবাহী বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন, সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন, তপন মেমোরিয়াল নকআউট এবং সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গুলো নিয়েও আলোচনা করে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2022-11-16