বি-ডিভিশনে ডার্বি : স্পোর্টস স্কুল ও ত্রিবেণী সংঘের ম্যাচ ড্র-তে নিষ্পত্তি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। দুই দুই বার পিছিয়ে থেকে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করলো ত্রিবেণী সঙ্ঘ। পাশাপাশি শীর্ষস্থানও বজায় রাখলো। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঙ্গে রবিবার পয়েন্ট ভাগে করে ত্রিবেণী সঙ্ঘ। গতি, দক্ষতা এবং শক্তি-‌ তিন বিভাগেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। তবে কিছুটা হলেও এগিয়ে ছিলো শুভেনজিৎ সিনহার তরুন ব্রিগেড। কিন্তু অভিজ্ঞতায় স্পোর্টস স্কুলকে টেক্কা দেন সুবোধ দেববর্মার ত্রিবেণী সঙ্ঘের ফুটবলাররা। ম্যাচের ৩৩ মিনিটে বিলাশ দেববর্মার গোলে এগিয়ে গিয়েছিলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। সমতা ফেরানোর জন্য এরপর ক্রমাগত আক্রমণ করলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ত্রিবেণী সঙ্ঘ। ৬০ মিনিটে গেলো ২ ম্যাচে হ্যাটট্রিক সহ ৫ গোল করা কৌতল জমাতিয়া সমতা ফেরান। সমতা ফেরার ১৩ মিনিট পর স্পোর্টস স্কুলকে আবার এগিয়ে দেন অপজিৎ ত্রিপুরা। খেলার ইঞ্জুরী টাইমে সহদেব দেববর্মা গোল করে দলকে মোক্ষম ১ পয়েন্ট এনে দেন। চড়া মেজাজে হয় ম্যাচটি। রেফারি অভিজিৎ দাস ম্যাচটিকে নিয়ন্ত্রণে রাখতে লাল কার্ড দেখিয়েছেন ত্রিবেণী সঙ্ঘের শান্তাজয় রিয়াংকে। এছাড়া হলুদ কার্ড দেখান  দুদলের ৬ জন ফুটবলারকে। আসরে ৬ ম্যাচ খেলে ত্রিবেণী সঙ্ঘের পয়েন্ট ১৬ এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের পয়েন্ট ১৪। দুদলই ইতিমধ্যে সুপার ফোরে চলে গেছে।
*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*
দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:
ত্রিবেণী      ৬   ৫    ১    ০    ২৪-৬   ১৬
স্পো: স্কুল  ৬   ৪    ২    ০    ১১-৫   ১৪
পুলিশ      ৭   ৩    ৩    ১   ১৫-১০   ১২
নবোদয়    ৬    ৩    ১    ২    ১৪-১১  ১০
মৌচাক     ৬   ৩    ১    ২    ৯-৮   ১০
কল্যাণ স:   ৪   ১    ০    ৩    ৩-৭   ৩
নাইন বু:    ৬   ১    ০    ৫  ৭-১৪  ৩
সবুজ        ৭   ০    ০    ৭    ১-২৩   ০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *