গুজরাটে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, ওডিশার পাদমপুরের প্রার্থী প্রদীপ পুরোহিত

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ভোটমুখী গুজরাটে এবার ৬টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় বিজেপি ১৬০টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। গুজরাটে মোট ১৮২টি বিধানসভা আসন আছে। বিজেপি মোট ১৬৬ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলল। আর ১৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা বাকি থাকল।

গুজরাটের ধোরাজি, খাম্ভালিয়া, কুতিয়ানা, ভাবনগর পূর্ব, ডেডিয়াপাড়া ও চোরয়াসি বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে শনিবার। ধোরাজি আসনের প্রার্থী হয়েছেন মহেন্দ্রভাই পাড়ালিয়া , খাম্ভালিয়ায় মুলুভাই বেড়া, কুতিয়ানায় ঢেলিবেন মালডেভাই ওদেদারে, ভাবনগর পূর্ব আসনে সেজাল রাজীব কুমার পান্ডিয়া, ডেডিয়াপাড়া আসনের বিজেপি প্রার্থী হলেন হিতেশ দিব্যি ভাসাভা ও চোরয়াসি বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছে সন্দীপ দেশাইকে। এদিকে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওডিশা বিধানসভার আসন্ন উপ-নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে। পাদমপুর আসনের উপ-নির্বাচনে প্রদীপ পুরোহিতকে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।