বিলোনিয়া (ত্রিপুরা), ৯ নভেম্বর (হি.স.) : বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায় গত সোমবার জনৈক অশোক মজুমদারের দোকানে হামলা ও ভাঙচুর সহ লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতদের শীঘ্র গ্রেফতারের দাবিতে আজ বুধবার যুব তৃণমূল কংগ্রেসিরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রসঙ্গত, অশোক মজুমদার যুব তৃণমূল কংগ্রেসের নেতা রাহুল মজুমদারের বাবা।
অভিযোগ, তৃণমূল কংগ্রেস করার অপরাধে নাকি অশোক মজুমদারের দোকানে হামলা ও ভাঙচুর সহ লুটপাটের ঘটনা সংগঠিত করেছে একদল দুষ্কৃতী। ঘটনার দিনই মূল অভিযুক্তের নামধাম দিয়ে বিলোনিয়া থানায় লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন দোকানের মালিক অশোক মজুমদার। তিন দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ একজন অভিযুক্তকেও আটক করতে পারেনি। পুলিশের এই ভূমিকা মেনে নিতে পারেনি তৃনমুল কংগ্রেস।
তিন অভিযুক্তকে গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে বিলোনিয়ার তৃণমূল কংগ্রেস প্রতিবাদী কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ কর্মসূচির পর চার জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন বিলোনিয়া থানার ওসি পরিতোষ দাসের সাথে। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল যুব নেতা রাহুল মজুমদার, তৃণমূল কংগ্রেসের নেতা প্রশান্ত সেন, ত্রিদিব দত্ত, ছাত্র পরিষদের রাজ্য নেতা অহিন্দ্র বসু, এবং কাজল বণিক।

