বেতুল, ৪ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের বেতুল জেলায় বাস ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই শিশু-সহ ১১ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় শুধুমাত্র একজন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। সংঘর্ষের তীব্রতায় বাস ও গাড়ির সামনের অনেকটা অংশ ভেঙে তছনছ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। ৭ জনের দেহ তৎক্ষণাৎ বাইরে বের করা সম্ভব হলেও, ৪ জনের দেহ উদ্ধার করতে অনেকটাই সময় লাগে, গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করা হয়। বেতুলের পুলিশ সুপার সিমালা প্রসাদ জানিয়েছেন, ঝাল্লার থানার কাছে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ১১ জনের। একজন আহত হয়েছেন ও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে কোনও যাত্রী ছিলেন না।বেতুল পুলিশ কন্ট্রোল রুমের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শিবরাজ সিং ঠাকুর জানিয়েছেন, শুক্রবার ভোররাত দু’টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জেলা সদর থেকে ৩৬ কিলোমিটার দূরে ভাইন্সদেহি রোডে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু ৬ জন পুরুষ, তিন মহিলা ও দুই শিশুর। হতাহতরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে ফিরছিলেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

