বিশালগড়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে আহত তিন, চলল গুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  বিশালগড় রাউৎখলা বাইপাস সংলগ্ণ এলাকায় কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে  এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে৷ উত্তেজনায় টগবগ করছে গোটা এলাকা৷ বুধবার দুপুর ১ টা নাগদ বিশালগড় রাউৎখলা বাইপাস সংলগ্ণ এলাকায় কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়৷সংঘর্ষে  আহত তিন থেকে চারজন৷ তাদের অবস্থা আশঙ্কাজনক৷ নিয়ে আসা হয় মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়৷পরিস্থিতি থমথমে৷ উত্তেজনা কর পরিস্থিতি বিরাজ করছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা  বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসলেও ফের যে কোন সময় বড় ধরনের হিংসাত্মক ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *