নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ ভারতের ছাত্র ফেডারেশনের ৪৩ তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আগরতলার মেলার মাঠ ছাত্র যুব ভবনে৷ মঙ্গলবার আগরতলায় ছাত্র যুব ভবনে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা৷ এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় ৩০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন৷ উদ্যোক্তারা জানান সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে তাদের এই রক্তদান শিবির৷ রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির সহ নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ শুধু আগরতলায় ছাত্র যুব ভবনেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে ডিওআইএফআই এ ধরনের রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে৷ এসব কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সকল সদস্য সদস্যসহ সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানানো হয়েছে৷
2022-11-01