আরও উন্নীত হবে গুজরাটের পঞ্চমহল, ৮৬০ কোটির উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

পঞ্চমহল, ১ নভেম্বর (হি.স.): গুজরাটের পঞ্চমহল জেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ অন্যান্য নেতারাও। পঞ্চমহল জেলার জাম্বুঘোড়ায় মঙ্গলবার প্রায় ৮৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মোদী।

প্রকল্পগুলির মধ্যে রয়েছে শ্রী গোবিন্দ গুরু বিশ্ববিদ্যালয়ের নতুন সবুজ প্রশাসনিক ব্লকের উদ্বোধন, বিভিন্ন একাডেমিক ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের নতুন ভবন। এদিন ডান্ডিয়াপুরা এবং ভাদে-কে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী রাজা রূপ সিং নায়ক এবং সন্ত জোরিয়া পরমেশ্বরের স্মৃতিতে নির্মিত প্রাথমিক বিদ্যালয় এবং স্মৃতিসৌধেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *