ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। প্রথম প্রস্তুতি ম্যাচ আগামীকাল। সিনিয়র দলের শিবিরে থাকা ক্রিকেটারদের দুদলে ভাগ করে হবে প্রস্তুতি ম্যাচ। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ১৩ নভেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি ক্রিকেট। ওই আসরে অংশ নেওয়ার জন্য ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে হবে ওই প্রস্তুতি ম্যাচ। জানা গেছে, আরও দুটি প্রস্তুতি ম্যাচ করার পরিকল্পনা রয়েছে রাজ্য ক্রিকেট সংস্থার। এরপরই চূড়ান্ত ত্রিপুরা দল ঘোষনা করা হবে। আপাতত ৩০ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিলো প্রস্তুতি শিবিরে। এদিন ৩০ জনই রিপোর্ট করেন কোচ কিশোর মুহুরীর কাছে। এদিন হালকা কন্ডিশনিং হয় ক্রিকেটারদের।
2022-10-31