বি-ডিভিশন : স্পোর্টস স্কুলের পর নবোদয়েও পুলিশ আটক

নবোদয়-‌৩
পুলিস-‌৩

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। স্পোর্টস স্কুলের পর নবোদয় সংঘেও আটকে গেল পুলিশ। পর পর দুই ম্যাচে। পয়েন্ট ভাগ করলো ত্রিপুরা পুলিস। উদ্বোধনী ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলের পর এবার নবোদয় সঙ্ঘের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করলেন সন্দীপ দাসের ছেলেরা।  রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত দুদলরে ম্যাচটি সোমবার ৩-‌৩ গোলে অমিমাংশিতভাবে শেষ হয়। তিন তিন বার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো ত্রিপুরা পুলিস। আসরে ২ ম্যাচ খেলে পুলিসের পয়েন্ট ২। অপরদিকে নিজেদের প্রথম ম্যাচে একসময় ৩-‌১ গোলে এগিয়ে থেকেও জয় পেলো না নবোদয় সঙ্ঘ। পুলিসের ফাঁকা জালে ৪ মিনিটে ধরা দিলো নবোদয়। ওই ৪ মিনিটে দুটি গোল করে ম্যাচ অমিমাংশিতভাবে শেষ করে পুলিস। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন নবোদয়ের ফুটবলাররা। ম্যাচের ২ মিনিটেই সাফল্য পেয়ে যায় নবোদয়। অনেকটা একক দক্ষতায় নবোদয়কে এগিয়ে দেন প্রশান্ত নাহা। তবে ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি নবোদয়। ৯ মিনিটে সমতা ফেরান পুলিসের মাসির আহমেদ।১৬ মিনিটে নবোদয় সঙ্ঘকে আবার এগিয়ে দেন শ্যামসন মলশুম। এরপর দুদলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে জাল নাড়াতে ব্যর্থ হয়েছে। ৫৩ মিনিটে বিতেন্দ্র রিয়াং নবোদয়ের হয়ে ব্যবধান আরও বাড়ান (‌৩-‌১)। ৫৬ থেকে ৬০ – ওই ৪ মিনিটে কার্যত মাঠে ঝড় তুলেন পুলিসের ফুটবলাররা। আর ওই ৪ মিনিটে পুলিসের হয়ে বেঞ্জামিন দেববর্মা এবং জুয়েল দেববর্মা পর পর দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত ৩-‌৩ গোলে ম্যাচটি অমিমাংশিত ভাবে শেষ হয়েছে। খেলা পরিচালনা করেন রেফারি অসীম বৈদ্য।   ‌