পাথারকা‌ন্দি‌তে দশ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি বাজেয়াপ্ত, আটক দুই

পাথারকা‌ন্দি‌ (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : গোপন সূ‌ত্রে প্রাপ্ত খবরের ভি‌ত্তিতে শ‌নিবার সকা‌লে অভিযা‌নে নে‌মে মি‌জোরা‌মের কানমুন থে‌কে ক‌রিমগ‌ঞ্জে (অসম) পাচা‌রের প‌থে প্রায় দশ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি-বোঝাই এক‌টি ‌মি‌নিট্রাক আটক ক‌রে‌ছে পাথারকা‌ন্দি পু‌লিশ।

জানা গে‌ছে, টিআর ০৫ ‌ডি ১৮৯৯ নম্ব‌রের এক‌টি এসএমএল কোম্পানির মি‌নিট্রাক এদিন সকালে পাথারকা‌ন্দির মুণ্ডমালা বাইপাসের পা‌শে আসে। সেখানে অভিযানকারী পাথারকা‌ন্দি পু‌লি‌শের এক‌টি দল মিনিট্রাকের গতিরোধ করে তাতে তল্লা‌শি চা‌লি‌য়ে প্রায় দশ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার ক‌রে।

পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর সমর‌জিৎ বসুমতা‌রি জানান, ‌মি‌জোরাম থেকে রাঙামা‌টি (অসমের করিমগঞ্জ জেলান্তর্গত) হয়ে মিনিট্রাকে সাতকরা জাতীয় লেবু বোঝাই ছিল। সাতকরার নীচে প্রায় সাত কুইন্টাল সন্দেহজনক বার্মিজ সুপা‌রি স্তরে স্তরে সাজিয়ে পাচার করা হচ্ছিল। অবৈধ বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত অভিযোগে মিনিট্রাকের চালক ও সুপা‌রির মা‌লিক‌কে আটক করা হ‌য়ে‌ছে। ত‌বে তদ‌ন্তের স্বা‌র্থে ধৃত‌দের প‌রিচয় সম্প‌র্কে খোলসা করেননি ওসি।