কৈলাসহরে এসএফআইয়ের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ রাজ্য জুড়ে লাগামহীনভাবে বেড়ে চলা নারী নির্যাতন, ধর্ষণ ও নারী হত্যার বীভৎসতার বিরুদ্ধে এবং কৈলাসহর-কুমারঘাট- কল্যাণপুরের- যোগেন্দ্রনগর গনধর্ষণ কান্ডে দোষীদের শাস্তির  দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করা হয়৷ প্রতিবাদ মিছিলটি কৈলাসহর ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাশহর পুরপরিষদের সামনে এসে শেষ হয়৷  এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছচ্জ্জ বিভাগীয় কমিটির সম্পাদক সাগর ভট্টাচার্য , সভাপতি সৈইফ উদ্দিন, সদস্য জাহির আলি, সামিম আহমেদ, তাজ মহম্মদ, রুপাঙ্গন বাস্পার সহ আরো অনেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *