নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশীর মারে আহত হয় সাত মাসের গর্ভবতী এক মহিলা ও তার স্বামী৷ ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সিপাহীজলা পুলিশ সুপার অফিসের অদূরে ননজলা এলাকায়৷ আহত গর্ভবতী মহিলার নাম জ্যোৎস্না বেগম, স্বামীর নাম সুমন মিয়া৷
গর্ভবতী মহিলা ও তার স্বামী জানায় তাদের বাড়ির পার্শবর্তী কালামিয়ার ছেলে আমির হোসেন বৃহস্পতিবার রাতে দা দিয়ে তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগের তার কেটে দেয় এবং বিশ্রী ভাষায় তাদেরকে গালিগালাজ করতে থাকে৷ তখন ঘর থেকে বেরিয়ে জ্যোৎস্না বেগম এবং তার স্বামী আমির হোসেনকে জিজ্ঞাসা করে কেন সে বিদ্যুৎ পরিবাহী তার কেটেছে৷ এই প্রশ্ণ করার পর আমির হোসেন সাত মাসের গর্ভবতী জ্যোৎস্না বেগমকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার স্বামী সুমন মিয়াঁকে বেধড়ক ভাবে মারধর করে৷ এই নিয়ে দুইবার আমির হোসেন তাদের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ৷ তাই শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় অভিযুক্ত আমির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে আক্রান্তরা৷ থানায় মামলা দায়ের করার পর ন্যায় বিচারের দাবি জানায় আক্রান্ত জ্যোৎস্না বেগম ও তার স্বামী৷
2022-10-28