নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ অক্টোবর৷৷ ত্রিপুরা পুলিশ স্মরণ দিবস এবং রাষ্ট্রীয় একতা দিবস পালনের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার এক বাইক রেলির আয়োজন করা হয়৷ এদিন এডিনগর পুলিশ গ্রাউন্ডের শহীদ স্মৃতিসৌধ থেকে বাইক রেলিটি শুরু হয়৷ মোট ৫৬ জন বাইকার এই রেলিতে অংশ নেন৷ রাজপথ ঘুরে স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম গিয়ে শেষ হয় বাইক রেলিটি৷ উপস্থিত ছিলেন আই জি (আইন শৃঙ্খলা)সহ অন্যান্যরা৷
2022-10-27