নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): মর্মান্তিক ঘটনা উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে । ভয়াবহ অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ১১ জনের। যাদের বেশিরভাগই শিশু। ছয়জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার ভোরে মধ্য উগান্ডার একটি স্কুলে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ আপাতত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। উগান্ডার পুলিশ ফোর্স টুইটারে বলেছে, ‘এখনও পর্যন্ত আগুনে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ছয়জনের অবস্থা গুরুতর। তার হাসপাতালে চিকিৎসাধীন। আগুনের কারণ জানার চেষ্টা চলছে।’
আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রের খবর, রাজধানী কাম্পালার পূর্ব দিকে মুকনো জেলার সালামা স্কুল ফর দ্য ব্লাইন্ডে এই ঘটনা ঘটেছে। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী জেনারেল কাহিন্দা ওতাফিরে বলেছেন, ‘মৃতদের বেশিরভাগই শিশু। অভিভাবকদের সহানুভূতি জানাচ্ছি। তদন্ত চলছে।’