কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.) : আসন্ন ঘূর্ণিঝড় এবং ভরা কোটালের প্রভাবে গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় কলকাতা ও হাওড়ার মধ্যে লঞ্চ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবারও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
কলকাতার পাশাপাশি সাগর, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুকরাহাটির ফেরি পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড় জনিত পরিস্থিতির মোকাবিলায় কসবায় পরিবহন দফতরের সদর কার্যালয় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। মিলেনিয়াম পার্ক এবং কচুবেড়িয়াতেও আলাদা কন্ট্রোল রুম (০৩৩-২৪৪ ২০২৭৮) খোলা হয়েছে। ইতিমধ্যেই পরিবহন দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তাদের সবরকম পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকতে বলা হয়েছে।–