মেলবোর্ন, ২৩ অক্টোবর (হি.স.) : আজ রবিবার টি-২০ বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মহারণ। রোহিত শর্মাদের সঙ্গে লড়াই বাবর আজমদের। দীর্ঘ ৩৭ বছর পর মেলবোর্নে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এই খেলাটি শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে।
মেলবোর্নের আবহাওয়ার নির্দিষ্ট থিওরি নেই। এই মাঠে টস জেতার ব্যাপারটা গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও আবহাওয়ার ওপর কারও হাত নেই। আবহাওয়ার কারণে ম্যাচের মেয়াদ কমতে পারে।
তবে ভারত-পাকিস্তান টি-২০ ম্যাচের পরিসংখ্যান বলছে, টি-২০ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি: ১১ বার। ভারত জয়ী: ৮ বার, পাকিস্তান জয়ী: ৩ বার।
টি-২০ বিশ্বকাপে : মুখোমুখি: ৬ বার। ভারত জয়ী: ৫ বার, পাকিস্তান জয়ী: ১ বার। আর নিরপেক্ষ দেশের মাটিতে মুখোমুখি: ৮ বার। ভারত জয়ী: ৬ বার,
পাকিস্তান জয়ী: ২ বার। ভারতের মাটিতে মুখোমুখি: ৩ বার। ভারত জয়ী: ২ বার
পাকিস্তান জয়ী: ১ বার।

