করিমগঞ্জের সাদারাশি থেকে অপহৃত দুই স্কুল ছাত্রী, উত্তেজনা, আটক দুই

করিমগঞ্জ (অসম), ২২ অক্টোবর (হি.স.) : দিনদুপুরে করিমগঞ্জ শহরের উপকণ্ঠ সাদারাশি এলাকায় থেকে দুই স্কুলছাত্রীকে অপহরণ করার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয়‌ মানুষ ও গিরীশগঞ্জ ওয়াচ পোস্ট পুলিশের সহযোগিতায় লক্ষ্মীবাজার রোডে অবস্থিত সারদা গ্যাস এজেন্সির সামনে দুই যুবককে আটক করা হয়েছে। আটক দুই যুবক উত্তর করিমগঞ্জের গিরীশগঞ্জ এবং গর্দারশি এলাকার যথাক্ৰমে ওসমান গনি ও রাসেল আহমেদ।

জানা গেছে, করিমগঞ্জ শহরের উপকণ্ঠ সাদরাশি এলাকা থেকে আজ শনিবার বেলা একটা নাগাদ এসএস ১০ ই ৯৫৪২ নম্বরের একটি অল্টো গাড়িতে করে দুই স্কুল ছাত্রীকে উঠিয়ে নিয়ে যায় অভিযুক্ত দুই যুবক ওসমান গনি ও রাসেল আহমেদ। স্হানীয়রা অল্টোর পিছে ধাওয়া করে আটক করে অল্টো গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গিরীশগঞ্জ ওয়াচপোস্টের পুলিশ। দুই যুবককে আটক করে ওয়াচপোস্টে নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের কাছে জানা গেছে, দুই দুষ্কৃতীর বাড়ি করিমগঞ্জের সাদারাশি এলাকায়। শনিবার সংগঠিত ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করে এলাকাজুড়ে। এদিকে অন্য এক সূত্ৰের খবর, বিকালে আপস মীমাংসার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *