রেওয়া, ২২ অক্টোবর (হি.স.): মধ্যপ্রদেশের রেওয়া জেলায় যাত্রীবাহী বাস ও ট্রলি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। আহতদের মধ্যে ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। শুক্রবার রাত ১০.৩০ মিনিট থেকে এগারোটার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে রেওয়া জেলার সুহাগি পাহাড়ি এলাকায়।
রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদ থেকে উত্তর প্রদেশের গোরক্ষপুরে যাচ্ছিল। বাসের প্রায় সমস্ত যাত্রী উত্তর প্রদেশের বাসিন্দা। রেওয়া কালেক্টর মনোজ পুষ্প জানিয়েছেন, “মনে হচ্ছে ট্রলি ট্রাকটি সামনে থাকা ট্রাকের সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে, চালক ব্রেক কষলে পেছনে থাকা বাসটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার পরই পুলিশ ও স্থানীয় মানুষজনের সহায়তায় উদ্ধারকাজ চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
ভয়াবহ এই দুর্ঘটনায় শোকব্যক্ত করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দফতর থেকে জানানো হয়েছে, আহত যাত্রীদের চিকিৎসার জন্য দু’টি বাসে প্রয়াগরাজ পাঠানো হয়েছে। গুরুতর আহত যাত্রীদের মধ্যপ্রদেশের রেওয়া মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেওয়া জেলা প্রশাসন সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথাও বলেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টুইট করে জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত উত্তর প্রদেশের বাসিন্দাদের দেহ রাজ্যে ফিরিয়ে আনার বিষয়ে মুখ্যমন্ত্রী শিবরাজের সঙ্গে কথা হয়েছে। নিহতদের ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।