রহার টোলগেটে মণিপুর পুলিশের ডিএসপির হেফাজত থেকে উদ্ধার চুরির গাড়ি

নগাঁও (অসম), ২০ অক্টোবর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত রহার টোলগেটে আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়েছে চুরির সেলেরিও মডেলের দামি গাড়ি। গাড়িটি উদ্ধার হয়েছে মণিপুর পুলিশের জনৈক পদস্থ আধিকারিকের হেফাজত থেকে।

জানা গেছে, টোলগেটে কর্তব্যরত কৰ্মচারীদের তৎপরতায় ফাস্টটেকের জন্য উদ্ধার হয়েছে এএস ০১ ইজি ৮৩৯১ নম্বরের চুরির সেলেরিও কার। রহা পুলিশ সূত্রে জানা গেছে, হোজাই জেলার লংকার বাসিন্দা জনৈক দীপঙ্কর দত্তের এই গাড়িটি প্ৰায় চার মাস আগে চুরি হয়েছিল। পরবর্তীতে গাড়ির মালিক দীপঙ্কর তাঁর গাড়ি চুরি সম্পৰ্কে পুলিশ এবং টোলগেট কৰ্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করেছিলেন। সে অনুযায়ী আজ সকালে রহা টোলগেট অতিক্রম করতে গেলে কৰ্মচারীরা চুরির গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশের কাছে সমঝে দিয়েছেন।

রহা থানার ওসি জানান, গাড়িটি লংকা থেকে চুরি করে বিক্ৰি করা হয়েছিল মণিপুরে। গাড়িটি কিনেছিলেন মণিপুর পুলিশের ডিএসপি পি লাংপুইন। ডিএসপি পি লাংপুইন রহা পুলিশের কাছে প্রদত্ত বয়ানে বলেছেন, সেলেরিও কারটি চুরির বলে তিনি জানতেন না। তাই তিনি সেকেন্ডহ্যান্ড গাড়ি বলে তিনি অসমের আসাং চিরো নামের এক ব্যক্তির কাছ থেকে গত ১৮ আগস্ট দু লক্ষ ৮৫ হাজার টাকা দিয়ে কিনেছিলেন।

তিনি নাকি বলেছেন, গাড়িটি তিনি টুরিজিম স্টাডি টুরের জন্য ব্যবহার করতে কিনেছিলেন। তবে চুরির সেলেরিও কার ছাড়াও আরেকটি গাড়ি ছিল সঙ্গে। ওই গাড়ির সামনে টুরিজম স্টাডি টুর, মণিপুরের ব্যানার সাঁটা ছিল। বতৰ্মানে রহা পুলিশ সমগ্ৰ বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের একজন পদস্থ আধিকারিক হিসেবে কোনও সঠিক তথ্য না দেখে কীভাবে গাড়ি কিনলেন, এই প্রশ্নের সন্ধানও করছে অসম পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *