সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ১৭ অক্টোবর(হি. স.): সোমবার সিবিআই দফতরে পৌঁছালেন

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এদিন সওয়া এগারোটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে পৌঁছে যান।

এদিন সকালেই আপ-কর্মী সমর্থেকরা দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়। হাতে ছিল দলীয় পতাকা ও তেরঙ্গা। তারা মনীশ সিসোদিয়াকে ঘিরে স্লোগান দিতে থাকেন। দিল্লির উপমুখ্যমন্ত্রীর কনভয় এগোতে শুরু করলে তারাও কনভয়ের পিছু নেয়। রাজঘাটের কাছে আপ-কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। সমর্থকদের বলতে শোনা যায় – যব যব মোদী ডরতা হ্যায়, পুলিশকো আগে করতা হ্যায় ।

রবিবার সিবিআইয়ের সমন পেয়ে সিসোদিয়া নিজের টুইটার হ্যান্ডেলে বলেন, আমার বাড়িতে টানা ১৪ ঘণ্টা তল্লাশি চালায়। কিছুই তারা পায়নি। ব্যাঙ্কের লকার ভেঙেও সিবিআই কিছু পায়নি। আমার গ্রামের বাড়িতেও তারা তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। এখন ওরা আমায় আবার ডেকে পাঠিয়েছে। এত কিছুর পরেও আমি যাব। এরপর এদিন সওয়া এগারোটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে পৌঁছে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *