ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। আগামীকাল ত্রিপুরা হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টুর্নামেন্টে। পুরুষদের সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ত্রিপুরার খেলা নামকাওয়াস্তে। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে নিয়েছে। একটিতে জয় পেয়ে ত্রিপুরা চার পয়েন্ট পেয়েছে। অন্য দুটিতে পরাজয়। পক্ষান্তরে, হায়দ্রাবাদের পাল্লা ভারী। কেননা, তারা ইতিমধ্যে খেলে নেওয়া তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। গোয়া কে হারিয়েছে ৩৬ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে পন্ডিচেরিকে চার রানের ব্যবধানে পরাজিত করেছে। তবে পাঞ্জাবের কাছে হায়দ্রাবাদ ৫৯ রানে হেরেছে। এদিকে, ত্রিপুরা প্রথম ম্যাচে গোয়ার কাছে ৫ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে রজত সুদীপের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেয়েছে ত্রিপুরা। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের কাছে নয় উইকেটে এক প্রকার পর্যুদস্ত হয়েছে রাজ্য দল। আগামীকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা জয়পুরে কে.এল সাইনি স্টেডিয়ামে। আজ, শনিবার বিরতি পেয়ে দু’দলই যথারীতি ওয়ার্ম-আপ করে নিয়েছে। তবে প্রথম একাদশ স্থির করবে টিম ম্যানেজমেন্ট, আগামীকাল খেলা শুরুর ঠিক আগে।
2022-10-15