ত্রিপুরায় কিছুটা কমেছে করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫, সুস্থ ৭

আগরতলা, ১৫ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে কিছুটা লাগাম টানা গিয়েছে। তবে, করোনার নমুনা পরীক্ষা কম হওয়ার জন্য তা সম্ভব হয়েছে, সেকথাও অস্বীকার করার সুযোগ নেই। দৈনিক সংক্রমণ বর্তমানে ৪.৫২ শতাংশ থেকে এক লাফে নেমে ১.৯৩ শতাংশ হয়েছে। তেমনি সক্রিয় রোগীর সংখ্যাও কমে ৭৫ হয়েছে। কারণ, আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ৭ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুর কোন খবর নেই। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে এবার পশ্চিম ত্রিপুরা জেলা সকলকে পিছনে ফেলে এগিয়ে গেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ৫ জনের এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনে ৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে কমে দাঁড়িয়েছে ১.৯৩ শতাংশ। বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭৭ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৬৮০৯ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০০ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩ জন, সিপাহিজলা জেলায় ১ জন, এবং উত্তর জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *