নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : বম্বে হাইকোর্টের বিচারপতি পি বি ভারালে মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বিচারপতি এএম ম্যাগ্রেকে সেখানকার প্রধান বিচারপতি হিসেবে উন্নীত করা হল। জম্মু ও কাশ্মীর হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি পঙ্কজ মিথালকে একই ক্ষমতায় রাজস্থান হাইকোর্টে বদলি করা হল।
“সাংবিধানিক বিধান অনুসারে, বিচারপতি পঙ্কজ মিত্তালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে রাজস্থানে বদলি করা হয়েছে। বিচারপতি পিবি ভারালেকে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি এএম ম্যাগ্রেকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে” বলে আইনমন্ত্রী কিরেন রিজিজু এদিন টুইট করেছেন।

