উত্তরাখণ্ডে তুষারধসে মৃত্যু বেড়ে ১৯; এখনও উদ্ধারকাজ অব্যাহত, আটকে অনেকেই

উত্তরকাশি, ৭ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের উত্তরকাশিতে পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে গিয়ে তুষারধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯। এখনও চলছে উদ্ধারকাজ, আটকে রয়েছেন অনেকেই। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, মোট ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারে মৃতদেহগুলি মাতলী হেলিপ্যাডে আনার চেষ্টা করা হচ্ছে। মোট ৩০টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

গত মঙ্গলবার উত্তরাখণ্ডের উত্তরকাশির নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং (নিম)-এর ২৭ জন শিক্ষানবিশ পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। ছিলেন ইনস্টিটিউটের দু’জন ইনস্ট্রাক্টরও। শিক্ষানবিশ এবং প্রশিক্ষক মিলিয়ে ২৯ জনের দলটি ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ পর্বতের উদ্দেশে বেরিয়েছিল। ওই দিন তুষারঝড় ওঠে। সে সময় ওই দলটি প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল। ধসও নামে। এদিকে, খারাপ আবহাওয়ার কারণে এদিন উদ্ধারকাজ ব্যাহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *