আগরতলা, ৩০ সেপ্টেম্বর : রাজ্যে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে আরও ৩০ হাজার জনকে মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন করে ৩০ হাজার জনকে সামাজিক ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে প্রতিমাসে ৬ কোটি টাকা। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন বর্তমানে ৩ লক্ষ ১৮ হাজার ৪১৫ জন মাসিক ২,০০০ টাকা করে সামাজিক ভাতা পাচ্ছেন।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি জানান, গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কন্ট্রাকভিত্তিতে জেলাস্তরে পুলিশ সুপারদের মাধ্যমে এই নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ ২১-৪৫ বয়সী বেকার যুবক-যুবতী সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী এক মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মূলত পুলিশকে সহায়তা, তথ্য প্রদান, নেশার বিরুদ্ধে তথ্য দেওয়া ইত্যাদি বিষয়ে এই সব স্পেশাল এক্সিকিউটিভগণ কাজ করবেন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রীচৌধুরী আরও জানান, গতকাল মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ৯,৯৩১টি অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কর্মরত সমসংখ্যক অঙ্গনওয়াড়ী ওয়ার্কার ও হেল্পারদের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের অধীনে কর্মরত আশাকর্মীদের সাম্মানিক ১৫ শতাংশ হারে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি জানান, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ভেটেরিনারী কলেজে কন্ট্রাকভিত্তিতে ১৭ জনকে প্রফেসর পদে নিয়োগ করা হবে। গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন ক্যাটাগরি পদে ৩৭৪টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে।