গোয়ালপোখর, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ঘোরধাপ্পা এলাকায় বাসের সঙ্গে ছোটগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ঘটনায় জখম আরও একজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন রয়েছেন হিউম্যান রাইটসের সদস্য রাজেশ কুমার গুপ্তা। তিনি বিহারের ভাগলপুর এলাকার বাসিন্দা। অন্যান্য মৃতদের নাম জানা যায়নি। স্থানীয় সূত্রের খবর, এদিন ছোট গাড়িটি কিশনগঞ্জের দিক থেকে ইসলামপুরের অভিমুখে যাচ্ছিল। অপর দিকে সরকারি বাসটি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। পাঞ্জিপারা ঘরধাপ্পা এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ছোট গাড়ির দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে কিশনগঞ্জের বেসরকারি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

