Durga Puja:করোনার ভীতি কাটিয়ে এবছর ত্রিপুরায় সংখ্যায় বেড়েছে দুর্গা পূজা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : করোনার ভীতি কেটে গেছে। তাই, ত্রিপুরায় এবছর দুর্গা পূজা সংখ্যায় বেড়েছে। গত বছরের তুলনায় এবছর নথিভুক্ত পূজার সংখ্যা বেড়েছে ৩৩০টি। তাই, শারদ উত্সব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এবং জননিরাপত্তায় বাড়তি আয়োজন করেছে পুলিশ প্রশাসন।

আজ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা পুলিশের সহকারী আইজি আইন-শৃংখলা জ্যোতিষ্মান দাস চৌধুরী বলেন, গত বছর রাজ্যে নথিভুক্ত পূজার সংখ্যা ছিল ২১৭৬টি। এবছর তা বেড়ে হয়েছে ২৫০৬টি। তার মধ্যে শহর এলাকায় ৯৭৯টি এবং গ্রামীণ এলাকায় ১৫২৭টি পূজা অনুষ্ঠিত হবে। তিনি জানান, আগরতলা পুর নিগম এলাকায় দুর্গা পূজার সংখ্যা ৪৩৬টি।

তিনি বলেন, গত বছর দুর্গা পূজায় নিরাপত্তা ব্যবস্থায় ২৪০০ পুলিশ ও টিএসআর নিযুক্ত করা হয়েছিল। এবছর তার অনেক বেশি ব্যবস্থা করা হয়েছে। ৯৯টি সিসিটিভি বসানো হয়েছে এবং ১৩০টি পুলিশের গাড়ি নজরদারি চালানোর জন্য মোতায়েন থাকবে।

তাঁর কথায়, ত্রিপুরা পুলিশ ইতিমধ্যে আগাম সতর্কতা ব্যবস্থা নিয়েছে। সেই সাথে সমাজদ্রোহীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্পর্শকাতর এলাকায় বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং ট্রাফিকের তরফে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।তাঁর দাবি, শারদ উত্সব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ কর্মী, টিএসআর জওয়ান এবং এসপিও-দের মোতায়েন করা হবে। ট্রাফিকের তরফে কিছু বিধিনিষেধ আরোপ থাকবে। নির্দিষ্ট সময়ের জন্য কিছু রাস্তায় নো-এন্ট্রি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *