ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। কাঠখড় পুড়িয়ে ত্রিপুরা দল গেলো চন্ডীগড়ে। জাতীয় অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য দল পৌঁছায় চন্ডীগড়ে। আজ এবং শুক্রবার দুদিন অনুশীলন করবেন অম্বেষারা। চন্ডীগড়ে উদ্বোধনী দিনেই মাঠে নামতে হবে ত্রিপুরাকে। ওই দিন ত্রিপুরার প্রতিপক্ষ ঝাড়খন্ড। এরপর ২ অক্টোবর অরুনাচল প্রদেশ, ৪ অক্টোবর মুম্বাই এবং ৬ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা বাংলার বিরুদ্ধে। এদিকে বুধবার চেন্নাই থেকে চন্ডীগড় ফেরার সময় এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। হোটেলের বিল মিটিয়ে না দেওয়ায় এক সময় আটকে রাখা হয়েছিলো রাজ্য দলকে চেন্নাইয়ে। এরপর টি সি এ কর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছাড়া হয় ক্রিকেটারদের। সম্ভবত ত্রিপুরার ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা হলো। তবে তা নিয়ে মুখ খুলতে নারাজ দলের কোচ নারায়ন চন্দ্র দে। তিনি বলেন,”আজ বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। আগামী দুদিন হবে অনুশীলন। তবে বিশ্বাস করি প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে চন্ডীগড়ে জ্বলে উঠবেই ক্রিকেটাররা”।