ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও । একচ্ছত্র আধিপত্য দেখালো ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারুরা। রাইমা সুইমিং পুলে কার্যত ঝড় তুলে একের পর এক পদক জয় করে নিলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঁাতারুরা। প্রথম দিন ৮ টি বিভাগে সেরার হয়েছিলো ওই স্কুলের সাঁতারুরা। দ্বিতীয় দিনে আরও ২২ টি বিভাগে সেরার সম্মান পায় ওই স্কুলের সাঁতারুরা। রাজ্য স্কুল সাঁতার প্রতিযোগিতায়। তিন দিন ব্যাপী রাজ্য আসর শেষ হবে আজ। এদিকে বুধবার দ্বিতীয় দিনে ৪ টি নতুন রেকর্ড হয়। ৪ টি রেকর্ডই করে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সাঁতারুরা। অনূর্ধ্ব-১৭ বালিকাদের ৫০ এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিউটি সূত্রধর, অনূর্ধ্ব-১৯ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নয়ন দে এবং ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জাহির হুসেন নতুন রেকর্ড গড়ে। এদিন অনূর্ধ্ব-১৯ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নয়ন দে, অনূর্ধ্ব-১৭ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের স্যামসন ত্রিপুরা, অনূর্ধ্ব-১৭ বালিকাদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আসমা দেববর্মা, অনূর্ধ্ব-১৪ বালকদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রকাশ সিনহা, অনূর্ধ্ব-১৪ বালিকাদের ২০০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিশা সিনহা, অনূর্ধ্ব-১৯ বালকদের ১০০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রিয়াজ ত্রিপুরা, অনূর্ধ্ব-১৪ বালকদের ১০০ মিটার বাটার ফ্লাইয়ে উত্তর ত্রিপুরার ওম প্রকাশ চক্রবর্তী, অনূর্ধ্ব-১৯ বালকদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে গোমতি জেলার হাফিজ খান, অনূর্ধ্ব-১৯ বালিকাদের ৫০ মিটার বেক স্ট্রোকে পশ্চিম জেলার বিধিশা রায় চৌধুরি, অনূর্ধ্ব-১৭ বালিকাদের ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিউটি সূত্রধর, অনূর্ধ্ব-১৪ বালকদের ৫০ মিটার বেক স্ট্রোকে গোমতি জেলার অনিকেত শীল, অনূর্ধ্ব-১৪ বালিকাদের ৫০ মিটার বেক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের নিশা সিনহা, অনূর্ধ্ব-১৭ বালকদের ৫০ মিটার বেক স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের খানাং জমাতিয়া, অনূর্ধ্ব-১৭ বালকদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিব উদ্দিন, অনূর্ধ্ব-১৭ বালিকাদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ত্রিপুরা স্পোর্টস স্কুলের গিতু দেবনাথ, অনূর্ধ্ব-১৪ বালকদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে উত্তর জেলার রোনিত পাশোয়ান, অনূর্ধ্ব-১৯ বালকদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের জাহির হুসেন, অনূর্ধ্ব-১৯ বালিকাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে গোমতি জেলার বর্ষা চক্রবর্তী, অনূর্ধ্ব-১৭ বালকদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের স্যামসন ত্রিপুরা, অনূর্ধ্ব-১৭ বালিকাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের বিউটি সূত্রধর, অনূর্ধ্ব-১৪ বালকদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রাজু দাস, অনূর্ধ্ব-১৪ বালিকাদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিরা আক্তার, অনূর্ধ্ব-১৯ বালকদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রিয়াজ ত্রিপুরা, অনূর্ধ্ব-১৭ বালকদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিব উদ্দিন, অনূর্ধ্ব-১৭ বালিকাদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের আশমা দেববর্মা, অনূর্ধ্ব-১৪ বালকদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের রাজু দাস, অনূর্ধ্ব-১৪ বালিকাদের ৫০ মিটার বাটার ফ্লাইয়ে ত্রিপুরা স্পোর্টস স্কুলের শাকিরা আক্তার, অনূর্ধ্ব-১৭ বালকদের ৪x১০০ রিলেতে ত্রিপুরা স্পোর্টস স্কুল, অনূর্ধ্ব-১৭ বালকদের ৪x১০০ ফ্রি স্টাইল রিলেতে পশ্চিম জেলা এবং অনূর্ধ্ব-১৭ বালিকাদের ৪x১০০ রিলেতে সিপাহীজলা জেলা সেরা হয়েছে।