Tripura:টিডব্লিউজেএর সম্মেলনের মধ্য দিয়ে মোহনপুর বিভাগীয় কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷  ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মোহনপুর বিভাগীয় সম্মেলন রবিবার কালীবাজারস্থিত অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণধন দাস৷ উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, পশ্চিম জেলা কমিটির সভাপতি তাপস ধর, কর্নেন্দু রায়৷ সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি নীলকন্ঠ দে৷ বিভাগীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন৷ পেনশন স্কিম  সরলীকরণ করে আয়ের ঊর্ধসীমা তিন লক্ষ টাকার লক্ষণ রেখা প্রত্যাহার করে প্রত্যেক সাংবাদিক যাতে পেনশনের আওতায় আসতে পারেন তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের প্রতি আহ্বান জানান৷ পাশাপাশি সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান ও বেতনক্রম চালুর দাবি জানিয়েছেন তিনি৷ আগরতলায় ভগৎ সিং যুব আবাসে আগামী ২৯ ও ৩০ অক্টোবর দুদিন ব্যাপী সাংবাদিকদের শিক্ষামূলক কর্মশালা ও বার্ষিক সভা অনুষ্ঠিত হবে বলে জানান৷ কর্মশালায় ঢাকা ও কলকাতা থেকে প্রশিক্ষকরা অংশগ্রহণ করবেন৷ বিভাগীয় সম্মেলনের প্রধান অতিথি উদ্বোধক বিধায়ক কৃষ্ণধন দাস সাংবাদিকদের সমস্যা গুলি সমাধানের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷ তিনি বলেন, সরকার সাংবাদিকদের সমস্যা গুলি সম্পর্কে অবগত রয়েছে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ সম্মেলনের দ্বিতীয় পর্বে অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুবরঞ্জন সেন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করেন৷ সম্মেলন থেকে আগামী দু বছরের জন্য নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে৷ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাদল চন্দ্র দাস,সহ সভাপতি সুজিত চক্রবর্তী,সম্পাদক সুমন মহলানবীশ,সহ সম্পাদক সবুজ সরকার, কোষাধ্যক্ষ পিযূষ সাহা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *