নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি৷৷ রান্নার গ্যাসের সংকট অব্যাহত রয়েছে৷ ভোক্তাদের হয়রানি করার প্রতিবাদে মঙ্গলবার বড়জলায় রেশমিকুমারি স্মৃতি গ্যাস এজেন্সির সামনে বড়জলা এয়ারপোর্ট রোড অবরোধ করেন ভোক্তারা৷ তাদের অভিযোগ গত চারদিন ধরে গ্যাস দেওয়া হচ্ছে না৷ প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা করছেন তারা৷ কিন্তু গ্যাস পাওয়ার কোন প্রতিশ্রুতি মিলছে না৷ তাতে ক্ষুব্ধ হয়েই ভোক্তারা আজ পথ অবরোধ করেন৷ [vsw id=”2wvBTkMopOI” source=”youtube” width=”325″ height=”244″ autoplay=”yes”]তাদের অভিযোগ প্রত্যেকেই এসএমএস করে গ্যাস বুকিং করার জন্যও বলা হয়েছে৷ এসএমএস করতে হলে মোবাইল ফোনের দরকার৷ এছাড়া শিক্ষাগত যোগ্যতাও চাই৷ কিন্তু ঐ এলাকার ভোক্তাদের অনেকেরই মোবাইল ফোন নেই৷ শুধু তাই নয় মোবাইল ফোন থাকলেও মেসেজ পাঠানোর মত যোগ্যতা তাদের নেই৷ এনিয়েও ক্ষোভে ফঁুসছেন ভোক্তারা৷ আজ এসব ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে৷ বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখার পর প্রশাসনের কর্মকর্তারা অবরোধস্থলে ছুটে যান৷ ভোক্তাদের মধ্যে দ্রুত গ্যাস পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়ার পর পথ অবরোধ মুক্ত করা হয়৷ প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷