Robberie:তেলিয়ামুড়ায় একই দিনে দুটি ছিনতাইয়ের ঘটনা, লুট ৭৫ হাজার টাকা

তেলিয়ামুড়া, ২৩ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া শহর এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে৷ শুক্রবার দুপুরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া শহর সহ পার্শবর্তী এলাকাগুলিতে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় মোহরছড়া এলাকার বাসিন্দা হরিপদ দাস নামে এক ব্যক্তি  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে ১৫ হাজার টাকা তুলেছিলেন বিদ্যুৎ নিগমের বিল মিটিয়ে দেওয়ার জন্য৷ তিনি ব্যাংক থেকে টাকা তুলে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এর সুলভ শৌচাগার সংলগ্ণ এলাকায় আসতেই কে বা কারা তার গায়ে চুলকানোর স্প্রে দিয়ে দেয়৷ চুলকানোর স্প্রে দিয়ে ওই ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা৷ চিৎকারে স্থানীয় লোকজনরা ছুটে আসলেও ছিনতাইকারীরা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ 

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত করে কিন্তু ছিনতাইকারীদের টিকির নাগাল পায়নি৷ একই দিনে দুপুর বারোটা নাগাদ তেলিয়ামুড়ার ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকায় বলরাম দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা৷ টাকা ছিনতাই করে দ্রুত তারা সেখান থেকে চাম্পট দেয়৷ সঙ্গে সঙ্গেই বিষয়টি তেলিয়ামুড়া থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে আসলেও ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়নি৷ শুক্রবার ছিল তেলিয়ামুড়ার সাপ্তাহিক হাট৷ স্বাভাবিক কারণেই সাপ্তাহিক হাটে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটে৷ পরপর দুটি ছিনতাইয়ের ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তেলিয়ামুড়া হাটে আসা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ প্রত্যেকেই নিরাপত্তা নিয়ে রীতিমতো সংশয়ে পড়েন৷ ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি উঠেছে৷