নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): শিশু-মৃত্যুর হার হ্রাসে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে ভারত। টুইট করে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। শুক্রবার দুপুরে টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, শিশু-মৃত্যুর হার কমাতে ভারত উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে!
তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শিশু-মৃত্যুর ২০৩০ এসডিজি লক্ষ্য পূরণ করতে প্রস্তুত ভারত। নিবিড় মনোনিবেশ, শক্তিশালী কেন্দ্র-রাজ্য অংশীদারিত্ব এবং স্বাস্থ্যকর্মীদের উৎসর্গের সঙ্গে তা সম্ভব বলে জানান তিনি।

